আমার আছে জল

Thursday, August 17, 2006

বাংলাদেশ ক্রিকেট দলের আফ্রিকা সফর

দেশের বাইরে প্রথম সিরিজ জয় করলো বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে । যদিও জিম্বাবুয়ে সফরেই এই অর্জনটা হবে এমন প্রত্যাশা ছিলো সবার, কিন্তু ধারাবাহিক বাজে ব্যাটিং আর জিম্বাবুয়ের কিছু ব্যাটসম্যানের অসাধারণ ব্যাটিং সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি । আমার মনে হয়েছে, জিম্বাবুয়ে সফরের খেলাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে কোথায় আমরা এখনও অনেক অনেক পিছিয়ে আছি । জিম্বাবুয়ের খেলোয়াড়দের মধ্যে যেখানে মাতসিকেনিয়ারি, টেইলর বা চিগুম্বুরারা একাই ম্যাচ বের করে নিয়ে যায় সেখানে আমাদের তথাকথিত তারকা খেলোয়াড়রা (যেমন- আশরাফুল, আফতাব) ধারাবাহিক দায়িত্বজ্ঞানহীনতা দেখাতেই যেন বেশী আগ্রহী । কেনিয়া সফরে ৩-০ তে কেনিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারলেও, বরাবরের মতোই দায়িত্বজ্ঞানহীন টপ অর্ডার ব্যাটিং এর কারণে খুব স্বচ্ছন্দে ম্যাচগুলো যেতা যায়নি । বরং ভবিষ্যত নিয়ে সে স্বপ্ন মনে বাসা বাঁধছিলো আফ্রিকা সফরের শেষে তা সংশয়ে মেঘাচ্ছন্ন হয়ে উঠছে । এ সফর থেকে একদমই যে কিছু পাওয়া হয়নি তা অবশ্য নয় । জিম্বাবুয়েতে একদিনের ম্যাচে বাংলাদেশের পক্ষে শাহাদতের প্রথম হ্যাট্রিক, কেনিয়াতে মাশরাফির পর পর তিন ম্যাচে ম্যাচ জেতানো পারফরম্যান্স, ফরহাদ রেজা বা সাকিব-আল-হাসানের মতো তরুণদের দায়িত্ব নিয়ে খেলা আর রাজ্জাক বা রাসেলের উদ্দীপক বোলিং ছিলো চমত্কার কিছু অর্জন । কিন্তু, দলের তথাকথিত মেধাবী খেলোয়াড়দের ধারাবাহিক দায়িত্বজ্ঞানহীনতা এসব অর্জনকে অনেকটাই ম্লান করে দিয়েছে ।

0মন্তব্য :

Post a Comment

<< হোমপেজœ