জাপানী কমিকস
কমিকস জাপানে খুবই জনপ্রিয় । শুধু কমবয়সীদের মধ্যেই নয় বরং সকল বয়সের নারীপুরুষ জাপানে কমিকস পড়ে । জাপানী পড়ার স্কিল বাড়ানোর জন্য আমিও সম্প্রতি কমিকস পড়া শুরু করেছি । কোনান সিরিজের ৫২ টা'র মধ্যে এখন পর্যন্ত ৬ টা পড়েছি । প্রথমে ভেবেছিলাম বোধহয় একেবারেই বাচ্চাদের বই । কিন্তু, গোয়েন্দাগল্পের আকারে সাজানো কমিকস সিরিজটা পড়ে এখন বেশ মজা পাচ্ছি । দেখবেন নাকি কেউ চেষ্টা করে ? (এরজন্য অবশ্য জাপানী পড়তে পারতে হবে, অন্তত হিরাগানা, কাতাকানা ) !
0মন্তব্য :
Post a Comment
<< হোমপেজ