আমার আছে জল

Sunday, August 06, 2006

আরাকাওয়ার আতশবাজি

গতকাল আরাকাওয়া'র আতশবাজি দেখে এলাম । জাপানে আতশবাজি দেখা গ্রীষ্মের অন্যতম প্রধান একটি আকর্ষণ যা জাপানী ভাষায় হানাবি নামে পরিচিত । আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী হানাবিতে যাওয়ার সময় নিচের জিনিসগুলি অবশ্যই সাথে নিয়ে যাওয়া উচিত -

১। নিচে বিছানোর জন্য শিট
২। ক্যামেরা
৩। এলাকার ম্যাপ
৪। মশা তাড়ানোর ওষুধ
৫। রুমাল
৬। সময় কাটানোর জন্য সুদোকু বা UNO
৭। সানস্ক্রিন
৮। পোর্টেবল অ্যাশট্রে
৯। ড্রিংকস ও হালকা খাবার

এছাড়া ফিরতি টিকেট স্টেশন থেকে বের হওয়ার সময়ই কেটে রাখা উচিত, কারণ ফেরার সময় প্রচন্ড ভীড় হয় ।

1মন্তব্য :

  • তাজা বা টাটকা খাবার কে না পছন্দ করে। বর্তমানে ফরমালিনের ছড়াছড়ি, সব খাবারেই ফরমালিন ব্যবহার করা হয়। টাটকা মাছ, শাকসবজি সাবাই ভালোবাসে। আপনি কি সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি দরণের মাছ খোঁজ করছে? তাহলে ভিজিট করুন freshfishbd.

    By Anonymous saifulhasan, at 11/6/15 2:05 PM  

Post a Comment

<< হোমপেজœ