আমার আছে জল

Tuesday, August 08, 2006

স্বপ্নের মতো ছিলো দিনগুলো কফি হাউসেই......আজ আর নেই

স্বপ্নের মতো ছিলো দিনগুলো কফি হাউসেই
আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই
আজ আর নেই
..................

নিখিলেশ লিখেছে প্যারিসের বদলে এখানেই পূজোটা কাটাবে
ঢাকার অফিস থেকে কি এক জরুরী কাজে মায়দুলকেও নাকি পাঠাবে
একটা ফোনেই জানি রাজী হবে সুজাতা, আসবে না অমল আর রমা রায়
আমাদের ফাঁকি দিয়ে কবেই তো চলে গেছে, ওদের কখনো কি ভোলা যায়

স্বপ্নের মতো ছিলো দিনগুলো কফি হাউসেই
আজ আর নেই
..............

ওরা যেন ভালো থাকে একটু দেখিস তোরা, শেষ অনুরোধ ছিলো ডি'সুজার
তেরো তলা বাড়িতে সবকিছু আছে তবু, কিসের অভাব যেন সুজাতার
একটাও তার লেখা হয়নি কোথাও ছাপা, অভিমান খুব ছিলো অমলের
ভালো লাগে দেখে তাই সেইসব কবিতাই মুখে মুখে ফেরে আজ সকলের

স্বপ্নের মতো ছিলো দিনগুলো কফি হাউসেই
আজ আর নেই
..............

নাম যশ খ্যাতি আর অনেক পুরষ্কার, নিখিলেশ একই থেকে গিয়েছে
একটাই মেয়ে বলে সুজাতা বিয়েতে তার, দুহাত উজাড় করে দিয়েছে
সবকিছু অগোছালো ডি'সুজার বেলাতে, নিজেদের অপরাধী মনে হয়
পার্কস্ট্রিটে মাঝরাতে ওর মেয়ে নাচে গায়, ইচ্ছে বা তার কোনো শখে নয়

স্বপ্নের মতো ছিলো দিনগুলো কফি হাউসেই
আজ আর নেই
..............

কার দোষে ভাঙ্গলো যে মায়দুল বলেনি, জানি ওরা একসাথে থাকে না
ছেলে নিয়ে মারিয়ম কোথায় হারিয়ে গেছে, কেউ আর কারো খোঁজ রাখে না
নাটকে যেমন হয় জীবন তেমন নয়, রমা রয় পারেনি তা বুঝতে
পাগলা গারদে তার কেটে গেছে শেষ দিন হারানো সে চেনা মুখ খুঁজতে

স্বপ্নের মতো ছিলো দিনগুলো কফি হাউসেই
আজ আর নেই
..............
দেয়ালের রং আর আলোচনা পোষ্টার, বদলে গিয়েছে সব এখানেই
তবুও প্রশ্ন নেই যে আসে বন্ধু সেই, আড্ডা তর্ক চলে সমানেই
সেই স্বপ্নের দিনগুলো বাতাসে উড়িয়ে ধুলো, হয়তো আসছে ফিরে আজ আবার
অমলের ছেলেটার হাতে উঠে এসেছে ডি'সুজার ফেলে যাওয়া সে গিটার

স্বপ্নের মতো ছিলো দিনগুলো কফি হাউসেই
আজ আর নেই
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই
আজ আর নেই
..................

2মন্তব্য :

  • 0-NIKU san,

    Manna dey er gan ta to mone hoy valoi posondo korshen. Lyrics ta valoi lekshen.

    Bahlul

    By Anonymous Anonymous, at 14/8/06 9:23 PM  

  • Chup thak

    By Anonymous Anonymous, at 18/8/06 3:54 PM  

Post a Comment

<< হোমপেজœ