চলে গেলেন শামসুর রাহমান....
গতকাল দেশবরেণ্য, বাংলাদেশের অবিসাংবাদিত সেরা কবি শামসুর রাহমান চলে গেলেন আমাদের সবাইককে ছেড়ে । তিনি শুধু আমারই নন, বরং আরো অনেকের খুব প্রিয় কবি ছিলেন । অনেকবার তার লেখা কবিতা আবৃত্তি করেছি বিভিন্ন অনুষ্ঠানে । এইতো সেদিন টোকিওতে বর্ষবরণ উত্সব ও বৈশাখী মেলায় আবৃত্তি করলাম কবির লেখা 'গুড মর্নিং বাংলাদেশ' । ভাবতে কষ্ট হচ্ছে তিনি আমাদের জন্য আর নতুন কোনো কবিতা লিখবেন না, আর তার শব্দমালা বাধভাঙ্গা আবেগ জাগিয়ে তুলবে না । তবুও তার সৃষ্টি অসাধারণ কবিতাগুলো তার স্মৃতিকে অমলিন করে রাখবে । কবি শামসুর রাহমানের ওপারের যাত্রা সৃষ্টিকর্তার আশীর্বাদে ধন্য হোক এই কামনা করি ।
'যেদিন মরবো আমি, সেদিন কী বার হবে বলা মুশকিল ।
শুক্রবার? বুধবার? শনিবার? নাকি রবিবার?
যে বারই হোক,
সেদিন বর্ষায় যেন না ভেজে শহর, যেন ঘিনঘিনে কাদা
না জমে গলির মোড়ে । সেদিন ভাসলে পথ-ঘাট,
পূণ্যবান শবানুগামীরা বড়ো বিরক্ত হবেন ।'
(শামসুর রাহমান, বিবেচনা, নিজ বাসভূমে)
'যেদিন মরবো আমি, সেদিন কী বার হবে বলা মুশকিল ।
শুক্রবার? বুধবার? শনিবার? নাকি রবিবার?
যে বারই হোক,
সেদিন বর্ষায় যেন না ভেজে শহর, যেন ঘিনঘিনে কাদা
না জমে গলির মোড়ে । সেদিন ভাসলে পথ-ঘাট,
পূণ্যবান শবানুগামীরা বড়ো বিরক্ত হবেন ।'
(শামসুর রাহমান, বিবেচনা, নিজ বাসভূমে)
1মন্তব্য :
খাদ্য মানুষের বেঁচে থাকার প্রধান উৎস। তাজা বা টাটকা খাবার আমাদের মন এবং দেহকে সুস্থ ও সতেজ রাখে। বর্তমানে তাজা বা টাটকা সবজি বা মাছ খোঁজে পাওয়া খুব কষ্টের। আপনি কি সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি দরণের মাছ খোঁজ করছে? তাহলে ভিজিট করুন freshfishbd.
By litonhasan, at 2/6/15 1:58 PM
Post a Comment
<< হোমপেজ