তাইওয়ান

সেপ্টেম্বরের ১ থেকে ৪ তারিখ তাইওয়ান ঘুরে এলাম । সময় খুব বেশী হাতে না থাকায় শুধু তাইপের মধ্যেই ভ্রমণ সীমাবদ্ধ রাখতে হয়েছে । তারপরেও মন্দ হয়নি ঘোরাঘুরি । তাইপের বিখ্যাত বেশকিছু মন্দির, বর্তমানে পৃথিবীর সবচেয়ে উচু তাইপে ১০১ বিল্ডিং, সিরিন মার্কেট, অনসেন (হট স্প্রিং), পায়ের তালুর ম্যাসাজ সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে সময় । প্রধান সমস্যা হয়েছে অবশ্যই ভাষায় । ইংরেজী একদমই চলে না, সেই তুলনায় বরং জাপানী ভাষা বলতে পারে এমন লোকের সংখ্যা বেশী । তাইওয়ানে সাইকেল-রিকশা নেই, কিন্তু সারা শহর স্কুটারে ভরা । রাস্তার পাশে পার্ক করে রাখা সারি সারি স্কুটার চোখে পড়েছে সবখানে । এক স্কুটারে সর্বোচ্চ ৫ জন পর্যন্ত চড়তে দেখলাম । তাইওয়ানে এখন চমত্কার মেট্রো সার্ভিস চালু হয়েছে । তাই, যাওয়ার আগে একটু পড়াশোনা করে গেলে মেট্রো চড়ে কম খরচে অনেক জায়গায় ঘোরা যায় । ম্যাকডোনাল্ডস বা কে এফ সি র নাম পর্যন্ত কানজিতে লেখা । সবকিছু কানজি । জাপানের চেয়ে তাইওয়ানের কানজি বেশ আলাদা এবং জটিল বলেই মনে হলো । তাইওয়ান মূলতঃ চীনের সংস্কৃতিই ধরে রেখেছে । অল্প সময়ে যেটুকু বুঝলাম, চীনের সংস্কৃতি জাপানের থেকে বেশ আলাদা ।
লেখাটির শ্রেণী : ব্যাক্তিগত.
4মন্তব্য :
সময় পেলে এই সাইটটায় ঘুরে আসতে পারেন।
http://banglaunicode.blogspot.com/
বাইদ্যওয়ে, আপনি পাবনা সিসি? আমি কুমিল্লার।
আমার ব্লগের ঠিকানা হলো এটা-
http://konfusias.blogspot.com/
By
Tareq Nurul Hasan, at 13/9/06 11:49 PM
amrai frindly tour korai
Domestic and International tour operator of Bangladesh
By
bdtours, at 6/3/14 2:59 PM
আমাদের দেশ হল নদী প্রধান। সেই কারনে আমাদের প্রিয় খাবার মাছ। মাছ ছাড়া আমাদের চলেই না। কিন্তু আজ কাল তাজা মাছ পাওয়া যায় না। সবাই অনেক সময় তাজা বা টাটকা এবং ফরমালিন মুক্ত মাছ খোঁজ করেন। ফরমালিন মুক্ত মাছ, তাজা সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি দরণের মাছ খোঁজ পেতে পারেন। তাহলে ভিজিট করুন freshfishbd.
By
kaisarahmed, at 29/5/15 1:24 PM
nice post.
T20 World Cup 2020 Fixture
T20 World Cup 2020 Fixture PDF
T20 World Cup 2020 Fixture Download
By
sameer, at 27/2/20 6:56 PM
Post a Comment
<< হোমপেজ