আমার আছে জল

Tuesday, September 12, 2006

তাইওয়ান


সেপ্টেম্বরের ১ থেকে ৪ তারিখ তাইওয়ান ঘুরে এলাম । সময় খুব বেশী হাতে না থাকায় শুধু তাইপের মধ্যেই ভ্রমণ সীমাবদ্ধ রাখতে হয়েছে । তারপরেও মন্দ হয়নি ঘোরাঘুরি । তাইপের বিখ্যাত বেশকিছু মন্দির, বর্তমানে পৃথিবীর সবচেয়ে উচু তাইপে ১০১ বিল্ডিং, সিরিন মার্কেট, অনসেন (হট স্প্রিং), পায়ের তালুর ম্যাসাজ সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে সময় । প্রধান সমস্যা হয়েছে অবশ্যই ভাষায় । ইংরেজী একদমই চলে না, সেই তুলনায় বরং জাপানী ভাষা বলতে পারে এমন লোকের সংখ্যা বেশী । তাইওয়ানে সাইকেল-রিকশা নেই, কিন্তু সারা শহর স্কুটারে ভরা । রাস্তার পাশে পার্ক করে রাখা সারি সারি স্কুটার চোখে পড়েছে সবখানে । এক স্কুটারে সর্বোচ্চ ৫ জন পর্যন্ত চড়তে দেখলাম । তাইওয়ানে এখন চমত্কার মেট্রো সার্ভিস চালু হয়েছে । তাই, যাওয়ার আগে একটু পড়াশোনা করে গেলে মেট্রো চড়ে কম খরচে অনেক জায়গায় ঘোরা যায় । ম্যাকডোনাল্ডস বা কে এফ সি র নাম পর্যন্ত কানজিতে লেখা । সবকিছু কানজি । জাপানের চেয়ে তাইওয়ানের কানজি বেশ আলাদা এবং জটিল বলেই মনে হলো । তাইওয়ান মূলতঃ চীনের সংস্কৃতিই ধরে রেখেছে । অল্প সময়ে যেটুকু বুঝলাম, চীনের সংস্কৃতি জাপানের থেকে বেশ আলাদা ।

লেখাটির শ্রেণী : .

5মন্তব্য :

Post a Comment

<< হোমপেজœ