আমার আছে জল

Tuesday, August 22, 2006

ডেলিশিয়াস?

ব্লগের পোস্টের শ্রেণীবিভাগ তৈরী করা গেলে কতো ভালো হতো, তাই না? বা, শুধু ব্লগের পোস্টের কথাই বা বলছি কেনো, আমরা অনেক সময়ই চাই আমাদের পছন্দের লিঙ্কগুলোকে সেভ করে রাখতে । এজন্য অবশ্য প্রায় সব ব্রাউজারেই বুকমার্ক অপশন থাকে । কিন্তু, বাসার কম্পিউটারে সেভ করে রাখা বুকমার্ক যদি অফিস বা অন্য কোথাও থেকে দেখার দরকার হয়, তখনই হয়ে যায় সমস্যা । সেই সমস্যার সমাধান হচ্ছে - ডেলিশিয়াস (del.icio.us)। এখানে পছন্দ মতো URL সেভ করে রাখা যাবে, এমনকি চাইলে আমার মতো করে পোস্টের শ্রেণীবিভাগও তৈরী করা যাবে । ব্লগে ডেলিশিয়াস ব্যবহার করে কেমন করে শ্রেণীবিভাগ তৈরী করবেন সেটা বুঝতে সমস্যা হলে আমাকে মেইল করুন - asif.ahmed.anik অ্যাড্রেসমার্ক gmail.com ।

লেখাটির শ্রেণী : .

1মন্তব্য :

  • ফরমালিন মুক্ত মাছ এখন পাওয়া যায় না। তাজা মাছ , সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি ফরমালিন মুক্ত এবং তাজা, টাটকা মাছ পেটে তাহলে ভিজিট করুন freshfishbd.

    By Anonymous kaisarahmed, at 30/5/15 1:30 PM  

Post a Comment

<< হোমপেজœ