ডেলিশিয়াস?
ব্লগের পোস্টের শ্রেণীবিভাগ তৈরী করা গেলে কতো ভালো হতো, তাই না? বা, শুধু ব্লগের পোস্টের কথাই বা বলছি কেনো, আমরা অনেক সময়ই চাই আমাদের পছন্দের লিঙ্কগুলোকে সেভ করে রাখতে । এজন্য অবশ্য প্রায় সব ব্রাউজারেই বুকমার্ক অপশন থাকে । কিন্তু, বাসার কম্পিউটারে সেভ করে রাখা বুকমার্ক যদি অফিস বা অন্য কোথাও থেকে দেখার দরকার হয়, তখনই হয়ে যায় সমস্যা । সেই সমস্যার সমাধান হচ্ছে - ডেলিশিয়াস (del.icio.us)। এখানে পছন্দ মতো URL সেভ করে রাখা যাবে, এমনকি চাইলে আমার মতো করে পোস্টের শ্রেণীবিভাগও তৈরী করা যাবে । ব্লগে ডেলিশিয়াস ব্যবহার করে কেমন করে শ্রেণীবিভাগ তৈরী করবেন সেটা বুঝতে সমস্যা হলে আমাকে মেইল করুন - asif.ahmed.anik অ্যাড্রেসমার্ক gmail.com ।
লেখাটির শ্রেণী : ব্লগ.
লেখাটির শ্রেণী : ব্লগ.
1মন্তব্য :
ফরমালিন মুক্ত মাছ এখন পাওয়া যায় না। তাজা মাছ , সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি ফরমালিন মুক্ত এবং তাজা, টাটকা মাছ পেটে তাহলে ভিজিট করুন freshfishbd.
By kaisarahmed, at 30/5/15 1:30 PM
Post a Comment
<< হোমপেজ