পথের মাঝে পথ হারালে.......
তোমরা ভুলেই গেছো মল্লিকাদিʼর নাম
সে আজ ঘোমটাপরা কাজল বধূ, দূরের কোনো গাঁয়
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে
ভেজা হাতে ডাকলো আমায়, বললো ভালোবেসে
এখানে আম কুড়োবার ধূম লেগেছে, চলোনা অন্য কোথাও যাই
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়
দুপুরবেলা মল্লিকাদিʼর আটচালাতে গিয়ে
পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে
সেকথা ভাবলে এখন বর্ষা নামে, দুচোখে সজল বরষায়
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়
তোমরা ভুলেই গেছো মল্লিকাদিʼর নাম
সে আজ ঘোমটাপরা কাজল বধূ, দূরের কোনো গাঁয়
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়......
লেখাটির শ্রেণী : কবিতা/গান .
সে আজ ঘোমটাপরা কাজল বধূ, দূরের কোনো গাঁয়
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে
ভেজা হাতে ডাকলো আমায়, বললো ভালোবেসে
এখানে আম কুড়োবার ধূম লেগেছে, চলোনা অন্য কোথাও যাই
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়
দুপুরবেলা মল্লিকাদিʼর আটচালাতে গিয়ে
পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে
সেকথা ভাবলে এখন বর্ষা নামে, দুচোখে সজল বরষায়
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়
তোমরা ভুলেই গেছো মল্লিকাদিʼর নাম
সে আজ ঘোমটাপরা কাজল বধূ, দূরের কোনো গাঁয়
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়......
লেখাটির শ্রেণী : কবিতা/গান .
1মন্তব্য :
আমাদের দেশ হল নদী প্রধান। সেই কারনে আমাদের প্রিয় খাবার মাছ। মাছ ছাড়া আমাদের চলেই না। কিন্তু আজ কাল তাজা মাছ পাওয়া যায় না। সবাই অনেক সময় তাজা বা টাটকা এবং ফরমালিন মুক্ত মাছ খোঁজ করেন। ফরমালিন মুক্ত মাছ, তাজা সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি দরণের মাছ খোঁজ পেতে পারেন। তাহলে ভিজিট করুন freshfishbd.
By
saifulhasan, at 22/5/15 2:44 PM
Post a Comment
<< হোমপেজ