নজরুলের গানের অসাধারণত্ব নতুন কিছু নয় । যুগ যুগ ধরে অনেকেই নজরুলের গানের কথায়, সুরে মুগ্ধ হয়েছেন । আমিও তার ব্যতিক্রম নই । অনেকদিন পর নজরুলের গান গুলো শুনতে শুনতে ইচ্ছা হলো প্রিয় কয়েকটি গানের লাইনগুলো ব্লগবন্দী করে রাখার ।
----------------------------------------------------
আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান
বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান
ভালোবাসো মোর গান, আমায় নহে গো.......
চাদেʼরে কে চায়, জোছনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে
তুমি বুঝিবে না, বুঝিবে না
আলো দিতে কত পোড়ে কত প্রদীপেরও প্রাণ
ভালোবাসো মোর গান
আমায় নহে গো, ভালোবাসো মোর গান.........
যে কাটা-লতার আখিজল হায় ফুল হয়ে ওঠে ফুটে,
ফুল নিয়ে তার দিয়েছো কি কিছু, শূণ্য পত্রপুটে,
সবাই তৃষ্ণা মেটায় নদীরও জলে
কি তৃষা জাগে সে নদীরও হিয়া তলে
বেদনার মহাসাগরেরও কাছে করো করো সন্ধান
ভালোবাসো মোর গান, আমায় নহে গো.......
-----------------------------------------------
নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল
ফুল নেবো না অশ্রু নেবো, ভেবে হই আকূল
ফুল যদি নিই তোমার হাতে, জল রবে গো নয়নপাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমেরও মুকুল
নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল.....
মালা যখন গাথো তখন পাওয়ার তখন
মোর বিরহে কাদো যখন, আরো ভালো লাগে
পেয়ে তোমায় যদি হারাই, দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যাই গো চলে, চঞ্চল বুলবুল......
নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল......
----------------------------------------
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেনো মনে রাখো তারে
ভুলে যাও, মোরে ভুলে যাও, একেবারে
আমি গান গাহি আপনার সুখে, তুমি কেনো এসে দাড়াও সমুখে
আলেয়ার মতো ডাকিওনা আর নিশীথ অন্ধকারে
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেনো মনে রাখে তারে...
দয়া করো, দয়া করো
আর আমারে নিয়ে খেলো না নিঠুর খেলা
শত কাদিলেও ফিরিবে না সেই, শুভ লগনের বেলা
আমি ফিরি পথ তাহে কার ক্ষতি
তব চোখে কেন সকাল মিনতি
আমি কি ভুলেও কোনোদিন এসে দাড়ায়েছি তব দ্বারে
ভুলে যাও, মোরে ভুলে যাও, একেবার
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেনো মনে রাখো তারে....
লেখাটির শ্রেণী :
কবিতা/গান .