আমার আছে জল

Monday, July 06, 2009

মন তোরে পারলাম না বুঝাইতে.......

সোনা দিয়া বান্ধাইয়াছি ঘর, ও মনʼরে
ঘুনে করলো জরজর
আমি কি করে বাস করিবো এই ঘরে রে
হায়রে, তুই সে আমার মন
মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে, তুই সে আমার মন

তিন পাত্থারের নৌকাখানি, ও মনরে
গাঙে গাঙে চুয়ায় পানি
আমি কি করে সেচিবো নৌকার পানি রে
তুই সে আমার মন

আসি রাইরে ভবের মাঝারে, ও মনরে
স্বপ্ন দেইখা রইলি ভুলে
আমার এই স্বপন কি মিথ্যা হইতে পারে রে
হায়রে, তুই সে আমার মন

মন তোরে পারলাম না বুঝাইতে রে
হায়রে, তুই সে আমার মন ----
লেখাটির শ্রেণী :

Wednesday, May 07, 2008

আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি....

তুমি বিস্মৃত লগ্নমাধুরীর জলে ভেজা কবিতায়
আছো সারোয়ার্দী, শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি ছেলেহারা মা জাহানারা ইমামের একাক্তরের দিনগুলি
তুমি জসিম উদদীনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ
তুমি শহীদ মিনারের প্রভাতফেরী, ভাইহারা একুশের গান
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি.........

তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা, উন্নত মম শির
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্ঠ বীর
তুমি সুরের পাখি আব্বাসের দরদভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্বনাশা পদ্নানদীর টান
তুমি সুফিয়া কামালের কাব্যভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শাণিত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রংতুলির আঁচড়
শহীদুল্লাহ কায়সার, মুনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি...........

তুমি বিস্মৃত লগ্নমাধুরীর জলে ভেজা কবিতায়
তুমি বাঙ্গালীর গর্ব, বাঙ্গালীর প্রেম, প্রথম ও শেষ ছোঁয়ায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বালা জ্বালাময়ী সে ভাষণ
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন
তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর
তুমি রাগে অনুরাগে মুক্তিসংগ্রামে সোনাধরা সেই রোদ্দুর
তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার
তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি
আমার প্রাণের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মাগো তোকে, বড় বেশী ভালোবাসি........

লেখাটির শ্রেণী :

Labels:

Tuesday, April 08, 2008

পথের মাঝে পথ হারালে.......

তোমরা ভুলেই গেছো মল্লিকাদিʼর নাম
সে আজ ঘোমটাপরা কাজল বধূ, দূরের কোনো গাঁয়
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়

বৃষ্টি ঝরা পথের ধারে আম কুড়োতে এসে
ভেজা হাতে ডাকলো আমায়, বললো ভালোবেসে
এখানে আম কুড়োবার ধূম লেগেছে, চলোনা অন্য কোথাও যাই
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়

দুপুরবেলা মল্লিকাদিʼর আটচালাতে গিয়ে
পুতুল খেলার ছল করেছি হৃদয় দিয়ে নিয়ে
সেকথা ভাবলে এখন বর্ষা নামে, দুচোখে সজল বরষায়
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়

তোমরা ভুলেই গেছো মল্লিকাদিʼর নাম
সে আজ ঘোমটাপরা কাজল বধূ, দূরের কোনো গাঁয়
পথের মাঝে পথ হারালে আর কি পাওয়া যায়
যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায়......

লেখাটির শ্রেণী : .

Tuesday, February 26, 2008

চাঁদনী পসর রাইতে যেন আমার মরণ হয়.....

ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়
চাঁদনী পসর রাইতে যেন আমার মরণ হয় ।

চাঁদনী পসর চাঁদনী পসর আহারে আলো
কে বেসেছে কে বেসেছে তাহারে ভালো
কে দিয়েছে নিশিরাইতে দুধের চাদর গায়
কে খেলেছে চন্দ্রখেলা ধবল ছায়ায়
কে খেলেছে চন্দ্রখেলা ধবল ছায়ায় ----

এখন খেলা থেমে গেছে, মুছে গেছে রং
অনেক দূরে বাজছে ঘন্টা ঢং ঢং ঢং
এখন যাবো অচিন দেশে, অচিন কোনো গাঁয়
চন্দ্র কারিগরের কাছে ধবল পঙ্খী নায়
ও কারিগর, দয়ার সাগর, ওগো দয়াময়
চাঁদনী পসর রাইতে যেন আমার মরণ হয় ।

লেখাটির শ্রেণী : .

Thursday, June 14, 2007

নয়ন ভরা জল.....

নজরুলের গানের অসাধারণত্ব নতুন কিছু নয় । যুগ যুগ ধরে অনেকেই নজরুলের গানের কথায়, সুরে মুগ্ধ হয়েছেন । আমিও তার ব্যতিক্রম নই । অনেকদিন পর নজরুলের গান গুলো শুনতে শুনতে ইচ্ছা হলো প্রিয় কয়েকটি গানের লাইনগুলো ব্লগবন্দী করে রাখার ।

----------------------------------------------------

আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান
বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান
ভালোবাসো মোর গান, আমায় নহে গো.......

চাদেʼরে কে চায়, জোছনা সবাই যাচে
গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি মাঝে
তুমি বুঝিবে না, বুঝিবে না
আলো দিতে কত পোড়ে কত প্রদীপেরও প্রাণ
ভালোবাসো মোর গান
আমায় নহে গো, ভালোবাসো মোর গান.........

যে কাটা-লতার আখিজল হায় ফুল হয়ে ওঠে ফুটে,
ফুল নিয়ে তার দিয়েছো কি কিছু, শূণ্য পত্রপুটে,
সবাই তৃষ্ণা মেটায় নদীরও জলে
কি তৃষা জাগে সে নদীরও হিয়া তলে
বেদনার মহাসাগরেরও কাছে করো করো সন্ধান
ভালোবাসো মোর গান, আমায় নহে গো.......

-----------------------------------------------

নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল
ফুল নেবো না অশ্রু নেবো, ভেবে হই আকূল

ফুল যদি নিই তোমার হাতে, জল রবে গো নয়নপাতে
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমেরও মুকুল
নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল.....

মালা যখন গাথো তখন পাওয়ার তখন
মোর বিরহে কাদো যখন, আরো ভালো লাগে
পেয়ে তোমায় যদি হারাই, দূরে দূরে থাকি গো তাই
ফুল ফোটায়ে যাই গো চলে, চঞ্চল বুলবুল......

নয়ন ভরা জল গো তোমার আচল ভরা ফুল......

----------------------------------------

যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেনো মনে রাখো তারে
ভুলে যাও, মোরে ভুলে যাও, একেবারে

আমি গান গাহি আপনার সুখে, তুমি কেনো এসে দাড়াও সমুখে
আলেয়ার মতো ডাকিওনা আর নিশীথ অন্ধকারে
ভুলে যাও মোরে ভুলে যাও একেবারে
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেনো মনে রাখে তারে...

দয়া করো, দয়া করো
আর আমারে নিয়ে খেলো না নিঠুর খেলা
শত কাদিলেও ফিরিবে না সেই, শুভ লগনের বেলা
আমি ফিরি পথ তাহে কার ক্ষতি
তব চোখে কেন সকাল মিনতি
আমি কি ভুলেও কোনোদিন এসে দাড়ায়েছি তব দ্বারে
ভুলে যাও, মোরে ভুলে যাও, একেবার
যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেনো মনে রাখো তারে....

লেখাটির শ্রেণী : .

Monday, September 18, 2006

আমার সোনার বাংলা...

কখনও বৃষ্টি নামে এই কংক্রিটের অরণ্যে
আর বৃষ্টির ফোটায় ভর করে নেমে আসে স্মৃতিরা
মনে পড়ে যায় বহু দূরে ফেলে আসা দেশের কথা
মনে পড়ে সেই সোনালী দিন, সেই প্রিয় মুখগুলো

মা এখনও প্রতি বছর বানান পছন্দের আচার
মুছে রাখেন ছবির ফ্রেম
বাবার এখনও অবসর নেয়া হয়নি
জীবনের দায়িত্ব কেউ বুঝে নেয়নি তার কাছ থেকে
সারা জীবন ছিলেন সবার আশ্রয়
আজ তার নিজেরই প্রয়োজন দায়িত্ব বুঝে নেয়ার মতো একজন
তাই এখন তাদের সময় কাটে আপনার ফিরে যাবার দিন গুনে
স্বপ্ন দেখেন, একদিন আপনি খুজে পাবেন সেই পথ
প্রাণের শব্দে গমগম করে উঠবে একদিন এই বিরান গৃহস্হালি
তাদের মতো দেশও আজ আপনার প্রতীক্ষায়
এই তো দেশের চাওয়া, আমাদের স্বপ্ন
দেশের মেধাবী সন্তানেরা ফিরে আসবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে
আসুন, কিছুটা হলেও দেশের ঋণ শোধ করার চেষ্টা করি
আমরাই একসাথে আনতে পারি পরিবর্তন....

তুমি কবি নজরুলের কবিতা,
উন্নত মম শির,
তুমি রক্তের কালিতে লেখা নাম
সাত শ্রেষ্ঠ বীর
তুমি সুরের পাখি আব্বাসের
দরদভরা সেই গান
তুমি আব্দুল আলিমের সর্বনাশা
পদ্মা নদীর টান
তুমি সুফিয়া কামালের কাব্যভাষায়
নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতারের
শানিত ছুরির ধার
তুমি জয়নুল আবেদীন এস এম সুলতানের
রং তুলির আচড়
শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরীর
নতুন দেখা সেই ভোর
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
জন্ম দিয়েছো তুমি মা গো
তাই তোমায় ভালোবাস
আমার প্রাণের বাংলা
আমি তোমায় ভালোবাসি
প্রাণের প্রিয় মা গো তোকে
বড় বেশী ভালোবাসি

ইউ-টিউবে দেখা স্কয়ারের চমত্কার এই বিজ্ঞাপনটা আমাকে অনেক বেশী করে মনে করিয়ে দিয়েছে যে দেশের জন্য কতটা ভালোবাসা আমাদের মনের গহীনে জমা হয়ে আছে ।


লেখাটির শ্রেণী : .

Tuesday, September 12, 2006

তাইওয়ান


সেপ্টেম্বরের ১ থেকে ৪ তারিখ তাইওয়ান ঘুরে এলাম । সময় খুব বেশী হাতে না থাকায় শুধু তাইপের মধ্যেই ভ্রমণ সীমাবদ্ধ রাখতে হয়েছে । তারপরেও মন্দ হয়নি ঘোরাঘুরি । তাইপের বিখ্যাত বেশকিছু মন্দির, বর্তমানে পৃথিবীর সবচেয়ে উচু তাইপে ১০১ বিল্ডিং, সিরিন মার্কেট, অনসেন (হট স্প্রিং), পায়ের তালুর ম্যাসাজ সব মিলিয়ে বেশ ভালোই কেটেছে সময় । প্রধান সমস্যা হয়েছে অবশ্যই ভাষায় । ইংরেজী একদমই চলে না, সেই তুলনায় বরং জাপানী ভাষা বলতে পারে এমন লোকের সংখ্যা বেশী । তাইওয়ানে সাইকেল-রিকশা নেই, কিন্তু সারা শহর স্কুটারে ভরা । রাস্তার পাশে পার্ক করে রাখা সারি সারি স্কুটার চোখে পড়েছে সবখানে । এক স্কুটারে সর্বোচ্চ ৫ জন পর্যন্ত চড়তে দেখলাম । তাইওয়ানে এখন চমত্কার মেট্রো সার্ভিস চালু হয়েছে । তাই, যাওয়ার আগে একটু পড়াশোনা করে গেলে মেট্রো চড়ে কম খরচে অনেক জায়গায় ঘোরা যায় । ম্যাকডোনাল্ডস বা কে এফ সি র নাম পর্যন্ত কানজিতে লেখা । সবকিছু কানজি । জাপানের চেয়ে তাইওয়ানের কানজি বেশ আলাদা এবং জটিল বলেই মনে হলো । তাইওয়ান মূলতঃ চীনের সংস্কৃতিই ধরে রেখেছে । অল্প সময়ে যেটুকু বুঝলাম, চীনের সংস্কৃতি জাপানের থেকে বেশ আলাদা ।

লেখাটির শ্রেণী : .